জাকিয়া আহমেদ যেকোনো উন্নত দেশে এক লাখ মানুষের বিপরীতে ন্যূনতম ৫ থেকে ১০ জন অ্যানেস্থেসিওলজিস্ট বা অবেদনবিদ থাকেন। আর উন্নয়নশীল দেশগুলোয় সে সংখ্যা পাঁচজন। কিন্তু বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য অবেদনবিদ রয়েছেন মাত্র একজন। অথচ যেকোনো অস্ত্রোপচারে একজন অবেদনবিদের ভূমিকা অত্যন্ত…